উল্লাপাড়া প্রতিনিধি: এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলার মধ্যে ৪৩৭ জন জিপি এ ৫ ও ৯৯.৮৩ পার্সেন্ট পাশ করে সর্বশীর্ষের স্থান দখল করেছে। এবছর এই কলেজ থেকে মোট ৫৯৩ জন পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে পাস করেছে ৫৯২ জন। কলেজ থেকে ৪৩৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে । কলেজে পাসের হার ৯৯.৮৩। উল্লাপাড়ায় ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে আকবর আলী সরকারি কলেজ। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৮৪৬ জন। পাস করেছে ৮১৫ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২১৭ জন। এই কলেজে পাসের হার ৯৬.৩৪। এছাড়া পৌরশহরের এইচ.টি. ইমাম গালর্স স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫২ জন। এই কলেজের পাসের হার ৯৬.৬৪। উপজেলায় অপেক্ষাকৃত ভালো ফলাফল করেছে এইচ.টি. ইমাম ডিগ্রি কলেজ। এই কলেজে ২৯১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৪২ জন।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, তার কলেজের ফলাফল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় শিক্ষার্থীসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।