উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় নানা কর্মসূচিতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও জন্মদিন পালিত হয়। মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বনাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উজ্জ্বল হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো, আব্দুল বাতেন হিরু, সহসম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান পান্না ও মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।