উল্লাপাড়ায় ২ অসাধু ব্যবসায়ীর মজুদকৃত সাড়ে ২৬ টন বোতলজাত ফ্রেশ ও রুপচাঁদা সয়াবিন তৈল জব্দ ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্তরা হলো উল্লাপাড়ার ঘোষগাঁতী পাটবন্দরের স্বপন দত্ত ও অশোক সরকার। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত জানান, উল্লাপাড়ার ঘোষগাঁতী পাটবন্দরের পাইকারী মুদি দোকানদার স্বপন দত্ত তার গোডাউনে সাড়ে ১২ হাজার লিটার রুপচাঁদা ও অশোক সরকারের গোডাউনে ১৪ হাজার লিটার ফ্রেশ মজুদ করেছিল অধিক মুনাফার জন্য। বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার সকাল থেকে সেখানে অভিযান পরিচালনা করেন। তখন স্বপন দত্তের গোডাউন হতে ১২ হাজার ৫০০ লিটার বোতল জাত রুপচাঁদা ও অশোক সরকারের গোডাউন থেকে ১৪ হাজার লিটার মজুদকৃত ফ্রেশ সয়াবিন তৈল জব্দ করে। পরে আদালত উভয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেন।