সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (২১ মে) সকালে ঘোষঘাতি বলরাম জিউ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্ধোধন করেন পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বাবু প্রাণ গোবিন্দ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুণ, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু বিজয় দত্ত অলোক, যুগ্ম সম্পাদক স্বপন স্যানাল, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম দত্ত ও সাধারণ সম্পাদক বাবু বাবলু কুমার ভৌমিক।
সম্মেলনে সভাপতিত্ব করেন উল্লাপাড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিধান কুমার সাহা।