নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে আজ ২৪ অক্টোবর থেকে ১৮ দিনব্যাপী এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই ক্যাম্পেইন এর সময় নারীদের জরায়ুমুখে ক্যান্সার রোধে সিরাজগঞ্জের ৫ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৫০হাজার ৯২জন কিশোরীকে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রদান করে হবে। এর জন্য জেলায় থাকবে ৫হাজার ২১৫ টি টিকাদান কেন্দ্র।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা.নূরুল আমিন এসব কথা জানান।
তিনি বলেন, সিরাজগঞ্জ জেলায় এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার ৯২ জন কিশোরী। এই লক্ষ্যমাত্রার বিপরীতে সিরাজগঞ্জ জেলায় ১লাখ ৫৮হাজার ২০০ ডোজ ভ্যাকসিন প্রাপ্ত হয়েছে। জেলায় সর্বমোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ৫হাজার ২১৫ টি। যার মধ্যে স্থায়ী কেন্দ্রের সংখ্যা ১৩টি, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ২হাজার ৮৯০ টি ও কমিউনিটি পর্যায়ে কেন্দ্র ২হাজার ৩১২ টি। এছাড়া দূর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৭৮ টি। এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো.রিয়াজুল ইসলাম, এসআইএমও ডা. মাহমুদুল হাসান ফয়সাল, ইউনিসেফ এর প্রতিনিধি ডা. রফিকুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইমান আলী ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল মোতালেব খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।