সিরাজগঞ্জ

একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছেন: এমপি মুন্না

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে। দেশের প্রতি, ভাষার প্রতি, মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতোটা গভীর, কতোটা আন্তরিক ছিল তা আমাদের জানা উচিত।’

গতকাল রোববার, ১৪ আগস্ট, বেলা ১১ টার সময় শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ। আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলে অক্ষম, ৫ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের মাঝে এই হুইল চেয়ার প্রদান করা হয়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।

অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও কর্ম তুলে ধরে বলেন, ‘একদম শেকড় থেকে বা মাটির মানুষের মধ্য থেকে বঙ্গবন্ধু উঠে এসেছেন। তিনি সারাজীবন তৃণমূল মানুষের জন্য সংগ্রাম করেছেন।

অধ্যাপিকা হাসনা হেনা বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলে অক্ষম, ৫ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয় ।

এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে ৫ জন  প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের মাঝে হুইলচেয়ার,১১ জনের মাঝে ঔষধ এবং ৮ জনের মাঝে চশমা বিতরণ করা হয়েছে।  তিনি আরও জানান, যাদের হুইল চেয়ার প্রয়োজন, যারা চলাচলে অক্ষম তাদের  খুঁজে  বের করে পর্যায়ক্রমে সকলের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button