ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ধাপ্পাবাজির মেশিন আখ্যায়িত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। এবার জাতীয় নির্বাচনে ইভিএম দিয়ে ‘ভানুমতির খেলা’ চলবে না বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার বিকেলে ‘দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শিরোনামে একটি আলোচনা সভায় এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকারের এত ভয় কেন– এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি চান ইভিএম। এটা তো ধাপ্পাবাজির মেশিন। এত উন্নয়ন করেছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? বারবার কলা চুরি করা যাবে না। এখন আপনাকে মাঠে নামতে হবে। নির্বাচনের মাঠে খেলতে হবে।’
নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশ মহাসংকটের মধ্যে আছে। এই সংকট উত্তরণের একমাত্র উপায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সরকারের। তবে দেখা যাচ্ছে এবারও যেনতেনভাবে নির্বাচন করার জন্য সরকার কাজ করছে।
সরকার কারও মতামতের তোয়াক্কা না করে নিজেদের মতো কাজ করে চলছে বলে অভিযোগ করেন দিলারা চৌধুরী। তিনি বলেন, এ জন্য সবাইকে বুঝতে হবে সামনে বাঁচা–মরার লড়াই। এই লড়াইয়ে হেরে গেলে ভবিষ্যতে আরও বড় বিপদ আছে। এ জন্য সবাইকে যুগপৎ আন্দোলন করতে হবে। তবে এটিও খেয়াল রাখতে হবে, ওই আন্দোলনে যাতে সহিংসতা না হয়।