গত ১৫ জানুয়ারি, রোববার, বিকাল ৩ টায় বগুড়া জেলা এনজিও সমন্বয় সভা বগুড়া জেলা প্রশাসকের `করতোয়া’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। সভায় জেলায় কর্মরত এনজিও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসময় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর ঋণ সহায়তা কর্মসূচি’র পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ ও লাইট হাউজ বগুড়ার ব্যবস্থাপক-ডিআইসি মো. পারভেজ আলম নিজ নিজ সংস্থার তথ্য বহুল কর্মসূচি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তার বক্তবে বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে বেসরকারি সংস্থাসমূহের ভুমিকা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক এসময় এসডিজি লক্ষ্যঅর্জনে সরকারের সাথে বেসরকারি সংস্থাসমূহকে একই টিমে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি বেসরকারি সংস্থার মাধ্যমে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য কর্ণার স্থাপন করার জন্য আহ্বান জানান ও কর্মরত এনজিওসমুহকে নিজ নিজ সংস্থার লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ দেন।
সমন্বয় সভা পরিচালনা করেন দীনেশ সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।