২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সভাপতিত্বে পাবনা জেলার এনজিও সমন্বয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলার সকল এনজিওর প্রতিনিধিগণ। সমন্বয় সভাটি পরিচালনা করেন আফরোজা আখতার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমন্বয় সভায় এনডিপির পাবনা জেলার চলমান সকল কার্যক্রম সংক্রন্ত তথ্য বহুল পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন প্রদান করেন কে এম শহিদুল ইসলাম, সহকারী পরিচালক(ঋণ সহায়তা কর্মসূচী), এনডিপি । প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার, ওসাকার পরিচালক, পাবনা মো. মাজহারুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পাবনার সহকারী পরিচালক মো. জালালুম বাঈদ, এনডিপির জোনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক চিন্ময় কুমার রায়, এনডিপির এরিয়া ম্যানেজার মো. সাইদুল ইসলাম, ব্র্যাক, পাবনা জেলা সমন্বয়ক মো. নাছির উদ্দিন, আশা এনজিও এর সিনিয়র জেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, দিগন্ত সমাজ কল্যান সমিতির উপব্যবস্থাপক(মনিটরিং) প্রমুখ।
সভার সমাপনী আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার বলেন, দেশের গ্রামীন অর্থনীতিতে এনজিও অনেক ভুমিকা পালন করছে। তিনি আরও বলেন এনডিপি ভিক্ষুক পূর্নবাসন নিয়ে কাজ করছে, যা অনেক প্রশংসার দাবিদার। এসময় তিনি সরকারিভাবে পুর্নবার্সিত ভিক্ষুকর্দে নিয়মিত ফলোআপ দেয়ার পর্রামশ দেন। তিনি আরও বলেন যেহেতু আমাদের দেশের ঔষধের কাচাঁমাল সব আমদানি করে থাকে, সেখানে এনডিপি সমৃদ্ধি কর্মসূচী আওতায় বাসক পাতা উৎপাদন ও বাজারজাত করনের বিষয়টি খুব প্রশংসনীয় উদ্যোগ।
এছাড়াও কাজের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন সংক্রন্ত পরিবর্তনের ছাপ দৃশ্যমান হয় সেলক্ষ্যে কাজ করার জন্য পরামর্শ দেন। সভা শেষে শুভেচ্ছা জানিয়ে মিটিংয়ের সমাপ্তি করা হয়।