ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট -এসইপি এর উপ-প্রকল্প‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মান সম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’’এর তাঁত সংশ্লিষ্ট উদ্যোগে পরিবেশগত টেকসই অনুশীলন ও সুরক্ষা নীতি বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গত এনডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যপি প্রশিক্ষণের ১ম পর্বে উপস্থিত ছিলেন এনডিপি এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। এসময় তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন প্রকল্প পরিচিতি, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং তাঁত উদ্যোগে সৃষ্ট পরিবেশ দুষণ ও তার ক্ষতিকর প্রভাব বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এসময় তিনি ই বসনের প্রথামিক ধারনাও প্রদান করেন।
এছাড়াও এনডিপি’র এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তাঁত উদ্যোগের পরিবেশ ও সুরক্ষার সাধারন ধারণা, তাঁত উদ্যোগে পরিবেশের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন এনডিপির এসইপি প্রকল্পের রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. মাসুম বিল্লাহ, ফাইন্যান্স ও প্রকিইরমেন্ট অফিসার সুকান্ত গোলদারসহ সয়দাবাদ শাখার আওতাভুক্ত ১৮ জন তাঁত সংশ্লিষ্ট উদ্যোক্তা।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সফলভাবে প্রয়োগের মাধ্যমে প্রকল্পের সফল বাস্তবায়নের আহবান জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন সয়দাবাদ শাখার শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান।