জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর কার্যক্রম পরিদর্শন করেছেন সুইডিস সিডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর একটি প্রতিনিধি দল। ০৩ ও ০৪ জানুয়ারি, কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রতিনিধি দলটি সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রায়হান কবির ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা সুলতানা উপস্থিত ছিলেন।
অতপর সংস্থার প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক এর উপস্থিতিতে সংক্ষিপ্ত প্রজেক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থার পরিচালক (পিআরএম) এ বি এম সাজ্জাদ হোসেন।
মূলত সুইডেন এ্যাম্বাসির অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সার্বিক তত্বাবধানে,এনডিপি বাস্তবায়িত জেন্ডার সহিংসতা ও প্রতিরোধপ্রকল্প (সিজিবিভি) এর কার্যক্রম পরিদর্শন করেন আগত প্রতিনিধিবৃন্দ। এসময় সিরাজগঞ্জ সদও উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন এবং প্রকল্পের মাধ্যমে তারা কি ধরণের সুবিধাপ্রাপ্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানেন। পরবর্তীতে পাইকপাড়া মডেল হাই স্কুলে বালিকাদের ফুটবল খেলা উপভোগ করেন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুইডেন এ্যাম্বাসির হেড অফ ডেভেলপমেন্ট কো-অপারেশন মারিয়া স্ট্রিডসম্যান ও ডেভেলপমেন্ট কো-অপারেশন সেকশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মিসেস. রেহানা খান।
এছাড়াও মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বন শ্রীমিত্রা, প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন।
পরিদর্শনে সার্বক্ষনিক উপস্থিত থেকে সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি ও এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. কাহ আজাদ ইকবাল।