এনডিপি প্রতিনিধি: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কর্মদক্ষতায় সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এসংবাদ প্রাপ্ত হয়ে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি’র পক্ষ থেকে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে শুভেচ্ছা জানানো হয়।
রোববার ৬ অক্টোবর দুপুরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে তার কার্যালয়ে এনডিপি‘র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় এনডিপির নির্বাহী পরিচালক সিরাজগঞ্জের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতা প্রদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং সিরাজগঞ্জের উন্নয়নে জেলা প্রশাসক এর কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় নির্বাহী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার উপপরিচালক আবু নাইম মো. জুবায়ের খান।