উপজেলা প্রশাসন বেলকুচির কার্যালয়াস্থ উপজেলা পরিষদ সভা কক্ষ এনডিপি এসইপি-তাঁত প্রকল্পের শিখন বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন। প্রকল্পের অগ্রগতি ও শিখন সমুহ সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। তাঁত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসা ও পরিবেশগত উন্নয়ন সম্পর্কে আগত অতিথিবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।
তাঁত অধ্যুষিত এলাকায় পরিবেশ আইন বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা সংক্রান্ত আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল গফুর।
কর্মশালায় বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলাইমান হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. ছনিয়া সবুর, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এ কে এম মোফাখখারল ইসলাম, বেলকুচি তাত বোর্ডের লিয়াজো কর্মকর্তা তন্বী, বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন (ভার:) অফিসার মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে পরিবেশ আইন বাস্তবায়নে পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এনডিপি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় তাঁত অধ্যুষিত এলাকায় ব্যবসা ও পরিবেশ উন্নয়নে এক কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।