বেলকুচিসিরাজগঞ্জ

এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের উদ্ভাবিত মিনি-ইটিপি’র শুভ উদ্বোধন

Eye Hospital Rajshahi

ব্যবসাগুচ্ছ-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে পরিবেশের স্থায়ী ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্বব্যাংকের অর্থায়নে ‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থা ‘‘ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এনডিপি)” ‘‘তাঁত” অর্থনৈতিক কর্মকান্ডের আওতায় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় ‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”- শীর্ষক একটি উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি; স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহায়তায় কারখানা ও তার চারপাশের পরিবেশ উন্নয়ন, পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি প্রচলণের মাধ্যমে পরিবেশবান্ধব  বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও তা প্রিমিয়াম মার্কেটে বিক্রির মাধ্যমে উদ্যোক্তার উৎপাদিত পণ্যের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। ইতোমধ্যে প্রকল্প হতে সিরাজগঞ্জের তাঁত অধ্যুষিত এলাকার ডাইং উদ্যোক্তার মাঝে মিনি ইটিপি’র ধারণা প্রদান করা হয়।

মিনি ইটিপি’ ধারণা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক্সসেপশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জি: গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় এনডিপি’র কমন সার্ভিস লোনের আওতায় তামাই গ্রামের বাসিন্দা জনাব হাজী মো.আনোয়ার হোসেন মোল্লা সর্ব প্রথম মিনি ইটিপি স্থাপন করেছেন।তিনি বলেন, আমার দীর্ঘ দিনের ইচ্ছা ছিল ইটিপি তৈরী করবো কিন্তু অর্থ ও প্রযুক্তির আভাবে তা করতে পারিনি।এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের কারিগরী ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আমি অল্প খরচে মিনি-ইটিপি তৈরি করতে পেরেছি। মিনি ইটিপি একটি অভিনব প্রযুক্তি এবং তুলানামূলক খরচ কম। মিনি ইটিপি বর্জ্য পানি পরিশোধন করে প্রকৃতিতে ছাড়তে সহায়তা করবে। পানির বিভিন্ন উপাদান যেমন- দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন এসিড পরিবেশ অধিদপ্তরের গ্রহণ যোগ্য মাত্রায় রাখতে মিনি ইটিপি ব্যাপক ভূমিকা রাখবে। মিনি-ইটিপি পরিশোধিত পানি আশে- পাশের জলাশয়ে জলজ প্রাণি ও উদ্ভিদের জন্য কোন ক্ষতির কারণ না হয়ে বরং একটি শক্তিশালী বাস্তুসংস্থান সৃষ্টি করে। ভূ-গর্ভস্থ পানির মান উন্নয়নে সহায়ক হবে। উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত হওয়ায় বিদেশের বাজারে সিরাজগঞ্জের তাঁতের পণ্য রফতানির সুযোগ বৃদ্ধি পাবে। এক কথায় মিনি ইটিপি প্রাকৃতিক পরিবেশ ও ব্যবসায়িক উন্নয়নের অপার সম্ভাবনা সৃষ্টি করবে। আগামী প্রজন্মের জন্য একটি দূষণ মুক্ত সমাজ গড়তে মিনি ইটিপি স্থাপনে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে স্থানীয় জন প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সুশীল সমাজ, এনজিও কে একযোগে কাজ করা প্রয়োজন। আনোয়ার হোসেনের ডাইং মিল প্রাঙ্গণে স্থাপিত মিনি-ইটিপি’র শুভ উদ্বোধন করেন জনাব মো: নুরুল ইসলাম সাজেদুল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি।স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মিনি ইটিপি তামাই তথা সিরাজগঞ্জের তাঁত অধ্যুষিত এলাকার পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।তারা আরও আশা করেন বেলকুচি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button