বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাথে উন্নয়ন সহযোগী সংস্থা ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৪ জানুয়ারি ঢাকাস্থ ব্র্যাক ইন এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এনডিপি’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান ও সিবিএফ এর পক্ষে সাক্ষর করেন সিবিএফ-ব্র্যাক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসিফ সালেহ।
কেএফডাব্লিউ এর অর্থায়নে এনহান্স রেসিলেন্স টোয়ার্ডস কোভিড এন্ড কনসিকোয়েন্সস-ইআরসিসি প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভার ০৬ টি ওয়ার্ডের ১৭ টি স্লামে বসবাসকারি জনগোষ্টির জন্য কোভিড-১৯ থেকে সুরক্ষা জোরদার করতে বাস্তবায়ন করছে। একইসাথে কোভিড -১৯ এর প্রভাবে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আয় ব্যায়ের পথ পুনঃপ্রতিষ্ঠা করার পাশাপাশি কোভিড-১৯ এর প্রভাবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি হ্রাস করতে প্রকল্পটি নিয়মিতভাবে কাজ করছে।
এনহান্স রেজিলিয়েন্স টু-ওয়ার্ডস্ কোভিড এন্ড কনসিকোয়েন্সস-ইআরসিসি প্রকল্পের উল্লেখ্য যে, ক্লাইমেট ব্রিজ ফান্ড হল একটি ট্রাস্ট তহবিল যা ব্রাক দ্বারা ২০১৯ সালের নভেম্বরে কেএফডাব্লিউ এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত হয়। এই তহবিলটি জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত বা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের সহায়তা করার জন্য বাংলাদেশে নিবন্ধিত বেসরকারি সংস্থাগুলি দ্বারা বাস্তবায়িত হয়ে থাকে।