সিরাজগঞ্জ

এনডিপি কার্যক্রম দেখলেনএনজিও ব্যুরো’র মহাপরিচালক

জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর কার্যক্রম পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরো এর মহা-পরিচালক কে.এম. তারিকুল ইসলাম। পরিকল্পনা অনুযায়ী ২২ মে ২০২২ দিনব্যাপি এনডিপি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প হতে ৩টি প্রকল্প তিনি পরিদর্শন করেন।

শুরুতেই সংস্থার পক্ষ হতে মহাপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এনডিপি’র পরিচালক (পিআরএম) ড. এবিএম সাজ্জাদ হোসেন। অতপর সংক্ষিপ্ত প্রেজেন্টেশানের মাধ্যমে সংস্থার পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি উপস্থাপন করেন ।

এসময় মহাপরিচালক মহোদয় বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকাও অপরিসীম। বিশেষ করে দেশ স্বাধীন হবার পরবর্তী সময়ে। যদিও এখন সকল ক্ষেত্রেই দেশের উন্নয়ন হয়েছে পাশাপাশি দেশের মানুষের জীবন-যাপনেও উন্নতি এসেছে। তিনি বিদেশী বিনিয়োগ এর কথা উল্লেখ করে বলেন- ভবিষ্যতে হয়ত বৈদেশিক দাতা সংস্থগুলোরও দৃষ্টি পরিবর্তন হবে, তাই আমাদের উচিত উন্নয়ন কাজের পাশাপাশি বিভিন্ন এন্টারপ্রাইজ ডেভেলপ করা।

পরে তিনি এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘প্রতিবন্ধীতা ও উন্নয়ন কর্মসূচি’র শিশু স্বর্গ পরিদর্শন করেন। সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে পরির্দশনকালে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের মায়েদের সাথে কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এমন শিশুদের একসাথে পাঠদান ও চিকিৎসা প্রদান করা খুবই কঠিন কাজ। এরুপ কঠিন কাজ বাস্তবায়নের জন্য তিনি এনডিপিকে ধন্যবাদ জানান এবং ভালো ডাক্তার দ্বারা তাদের চিকিৎসা সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন।

একই স্থানে বাস্তবায়িত কৈশোর কর্মসূচির কার্যক্রম পরিদর্শনকালে ‘কান্দাপাড়া কিশোরী ক্লাব’ এর নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। একইসাথে তিনি নিয়মিতভাবে কর্মসূচির কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংস্থার দৃষ্টি আকর্ষন করেন এবং কর্মসূচি সার্বিক সাফল্য কামনা করেন।

পরিশেষে তিনি মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিক সিজিবিভি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম। এসময় তিনি প্রকল্পের আওতাভুক্ত কিশোর-কিশোরী দলের দলনেতা-সদস্য, যুবদলের দলনেতা-সদস্য এবং পুরুষ ও মহিলা দলের দলনেতা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় পরবর্তীতে তিনি তাদের সচেতনতা দেখে মুগ্ধ হণ এবং এনডিপি ভবিষ্যতেও এরুপ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন।

দিনব্যাপি পরিদর্শনে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান, সহকারী ব্যবস্থাপক (আরঅ্যান্ডডি) মো. জানাফার ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button