জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর ১০২ নং ফুলদিঘী শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর শাখার উদ্বোধন করে এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ।
এসময় উপস্তিত ছিলেন, রংপুর জোনের জোনাল ম্যানেজার এস এম সিরাজুল ইসলাম, ফুলদিঘী শাখার শাখা ব্যবস্থাপক প্রবীর কুমার সুত্রধরসহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ। শাখা উদ্বোধন শেষে ১২ জন সদস্যের মাঝে ১২ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।