এনডিপি প্রতিনিধি : দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি ) এর কৌশলগত সহযোগিতায় পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচির দুদিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর দেশের ৮টি বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
২০-২১ সেপ্টেম্বর, এনডিপি’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। মূলত কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মসূচি পরিচালক (মা ও শিশু বিষয়ক কর্মসূচি) রুবিনা গনি। এসময় তিনি কর্মসূচির পরিচালনায় সার্বিক সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে বৃহৎ আকারে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংস্থার নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান।
এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার কাকলী চক্রবর্তী ও প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ।
এছাড়াও প্রকল্পের ফোকাল পাসন ও এনডিপি’র পরিচালক (পিআরএম) ড.এবিএম সাজ্জাদ হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক ডা. সুমাইয়া শবনমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।