গত ২৯ জানুয়ারি ২০২৩ রোববার, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), সিরাজগঞ্জের রেইজ প্রকল্পের উদ্যোগে নিম্ন আয়ের তরুনদের কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রকল্পের নিম্ন আয়ের পরিবারভুক্ত তরুণদের শিক্ষানবিশি কর্মসূচির মাধ্যমে টেকসই কর্মে সম্পৃক্তের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে এনডিপি হাটিকুমড়ুল শাখা অধিভুক্ত সিরাজগঞ্জ রোডস্থ মেসার্স ব্রাদার্স গ্লাস, থাই এ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার প্রতিষ্ঠানে মাস্টার কারিগরের সান্নিধ্যে ২ জন শিক্ষানবিশি তরুণের ৬ মাস মেয়াদী এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচীর পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশে তরুণ শ্রমশক্তি বাড়লেও তাদেরকে যথাযথোভাবে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত কারিগরি দক্ষতায় ঘাটতি, শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যতা এবং বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হলেও সে অনুপাতে সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হওয়া দেশের উন্নয়ন যাত্রার প্রধান অন্তরায়। তিনি আরও বলেন, দেশের তরুণদের মধ্যে অধিকাংশই অদক্ষ ও স্বল্প দক্ষ, যার ফলে তারা কাঙ্খিত মজুরি এবং শোভন কাজ হতে বঞ্চিত। তাদের জীবন দক্ষতা এবং মনো-সামাজিক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ। ছোট উদ্যোগকে নিম্ন-কারিগরি প্রযুক্তি চক্র ও তরুনদেরকে স্বল্পমজুরি চক্র হতে বের করে আনার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এনডিপি রেইজ প্রকল্পের মাধ্যমে যাবতীয় কাজ বাস্তবায়ন করছে।
এসময় প্রধান অতিথি মোসলেম উদ্দিন,তরুণদের জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঋণ সহায়তা কর্মসূচীর সহকারী পরিচালক জনাব মো. সহিদুল ইসলাম, রেইজ প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, উপ-ব্যবস্থাপক (আইটি) রাসেল মাহমুদ সরকার, এরিয়া ম্যানেজার মো. মাহফুজার রহমান, শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম এবং রেইজ প্রকল্প টিমের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য এ কার্যক্রমের আওতায় এনডিপি’র মাধ্যমে ২৩ জন মাস্টার কারিগরের অধীনে ৪৫ জন নিম্ন-আয়ের পরিবারভুক্ত তরুণদের থাই-এ্যালুমিনিয়াম ফিটিংস, অটোমোবাইল্স, স্যানিটারি ও পাইপ ফিটিংস, টাইল্স ও মার্বেল ফিটিংস, রাজমিস্ত্রি, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, এসি-ফ্রিজ মেরামত, মোটরসাইকেল সার্ভিসিং, তৈরি পোশাক শিল্প ও টেইলারিং, বিউটিফিকেশন, জুতা ও চামড়াজাত পণ্য তৈরিসহ যাবতীয় বিষয়ে ৬ মাস মেয়াদি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, ভাতা প্রদান এবং প্রশিক্ষণ শেষে উপযুক্তদের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।