“মেধা ও মননে সুন্দর আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ অর্থায়নে কৈশোর কর্মসূচিটি ২০১৯ সাল হতে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জ) উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার, ২০ মার্চ, সিরাজগঞ্জ সদর উপজেলায় উৎসব মুখর পরিবেশে মিনি ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখ।
মিনি ম্যারাথনে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। ম্যারাথন শেষে দুইটি গ্রুপে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম, শাখা ব্যবস্থাপক মো. রুবেল, উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফা সুলতানা, আনোয়ার হোসেন প্রমুখ।