এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রবীণ কল্যাণ কর্মসূচির নতুন কার্যালয়ের উদ্বোধন ও মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার, ০৩ এপ্রিল, বিকেলে শহরের নান্দিনা মধুকুটির, ৯২,দরগা রোডে এনডিপি’র প্রবীণ কল্যাণ কর্মসূচির নতুন অফিস উদ্বোধনে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন দরগা রোডস্থা মসজিদুল কোবা জামে মসজিদের খতিম মওলানা মো. রুহুল আমিন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো.জুবায়ের খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি নির্বাহী কমিটির সদস্য মো. আছির উদ্দিন মিলন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ সদস্যবৃন্দ, এনডিপির সিনিয়ন প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম, এনডিপি শাখা ব্যবস্থাপক মো. শাহীনুর ইসলাম, প্রবীণ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।