সিরাজগঞ্জ

এনডিপি পোরজনা শাখায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের খামারী প্রশিক্ষন অনুষ্ঠিত

গত রোববার ১৬ই এপ্রিল বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর পোরজনা শাখায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের আওতায় গরু মোটাতাজাকরনের উপর খামারীদের প্রশিক্ষন এবং ঋন দেওয়া হয়।

প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন মিল্কভিটার সিনিয়র ম্যানেজার ডা. বাবুল আক্তার, এনডিপির লাইভস্টক অফিসার ডা. তৌফিকুল হক ও ডা. মো: সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।

করোনাকালীন সময়ে কৃষিভিত্তিক আয় বৃদ্ধির লক্ষে পরিচালিত এই প্রকল্পে সংস্থার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন খামারীদের উদ্দেশ্য প্রকল্পের নানা সুবিধা নিয়ে আলোচনা করেন। খামারীদের প্রশিক্ষন পর্বে মিল্কভিটার সিনিয়র ম্যানেজার ডা: বাবুল আক্তার গাভী লালন পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এনডিপির লাইভস্টক অফিসার ডা. তৌফিকুল হক গরু মোটাতাজাকরনে গরু নির্বাচন, কোয়ারেন্টাইন, কৃমিনাশকরন, টিকা প্রদান, বাসস্থান, সুষম খাদ্য বিষয়ে প্রশিক্ষন দেন করেন। প্রশিক্ষনে কিভাবে ইউএমএস বানাতে হয় সেটি হাতে কলমে করে দেখানো হয়। প্রশিক্ষন পর্ব শেষে ৩০ জন খামারীর মাঝে ঋন প্রদান করা হয়।

উল্লেখ্য, সুইস ইজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এরঅর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে পরিচালিত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর ও পাবনার জেলার ১২টি উপজেলায় এনডিপির ৩১টি শাখায় খামারীদের প্রশিক্ষন প্রদান, ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজন, গবাদী প্রাণি সুরক্ষা সেবা গঠন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button