গত ২৯ এপ্রিল, শনিবার, বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর তারাকান্দি শাখায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের আওতায় গরু মোটাতাজাকরনের উপর খামারীদের প্রশিক্ষন এবং ঋন দেওয়া হয়। প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, এনডিপির লাইভস্টক অফিসার ডা. মো. সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক আব্দুল মোমিন।
করোনাকালীন সময়ে কৃষিভিত্তিক আয় বৃদ্ধির লক্ষে পরিচালিত এই প্রকল্পে সংস্থার শাখা ব্যবস্থাপক আব্দুল মোমিন খামারিদের উদ্দেশ্য প্রকল্পের নানা সুবিধা এবং ঋন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। খামারিদের প্রশিক্ষন পর্বে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত গবাদি প্রাণি লালন পালনে ঝুঁকি হ্রাস বিষয়ে আলোচনা করেন। এনডিপির লাইভস্টক অফিসার ডা. মো. সাজ্জাদ হোসেন গরু মোটাতাজাকরনে গরু নির্বাচন, কোয়ারেন্টাইন, কৃমিনাশকরন, টিকা প্রদান, বাসস্থান, সুষম খাদ্য বিষয়ে প্রশিক্ষন দেন করেন। প্রশিক্ষন পর্ব শেষে ৩০ জন খামারীর মাঝে ঋন প্রদান করা হয়।
উল্লেখ্য , সুইজ এ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট এব কো অপারেশন-এসডিসি এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে পরিচালিত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর ও পাবনার জেলার ১২টি উপজেলায় এনডিপির ৩১টি শাখায় খামারীদের প্রশিক্ষন প্রদান, ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন, গবাদী প্রাণি সুরক্ষা সেবা গঠন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।