এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচিটি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) ২০১৭ সালের ২ আগস্ট থেকে সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচীর আওতায় ১১ মে, তারিখে বাগবাড়ী গ্রামে নতুন ল্যাট্রিন স্থাপন কাজের উদ্বোধন করাহয় এবং আলোকিত গ্রামের সদস্যদের মাঝে সবজি বীজ বিতররণ করা হয়।কার্যক্রমের উদ্বোধন করেনএনডিপি’র উপপরিচালক ও এনডিপি ফিড এর মহাব্যবস্থাপক আবু নাইম মো. জুবায়ের খান।
এ সময় উপস্তিত ছিলেন আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সেখ, সহসভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. হায়দার আলী খান,এনডিপির সহকারী ম্যানেজার (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম, আলোকিত গ্রাম কর্মসূচিরপ্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
উল্লেখ্য কর্মসূচীর মাধ্যমে আলোকিত গ্রামের আওতায় ০৪টি গ্রামে মোট ২১টি নতুন ল্যাট্রিন স্থাপন করা হবে এবং ৬০ জন সদস্যদের মাঝে সবজি বীজ বিতরণ করা হবে।