জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এর সহযোগিতায় বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এম এ মতিন।
গত ১৬ মে, মঙ্গলবার, তিনি এনডিপি বাস্তবায়িত কর্মসূচির গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তীতে ত্রৈমাসিক ইউনিয়ন রিসোর্সপুল সদস্যদের সমন্বয় মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী। এসময় এনডিপি’র লক্ষ্য, উদ্দেশ্য ও এবং মা ও শিশু সহায়তা কর্মসুচি’র কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করেন কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর আকতারী বেগম।
সভায় উপপরিচালক (সমাজসেবা) রিসোর্সপুল সদস্যদের কাছে বিভিন্ন প্রশ্নের মাধ্যেমে কর্মসূচির বিস্তারিত কার্যক্রম সম্পর্কে অবগত হন। এসময় কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতিসংঘ বিশ^ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের ৮টি বিভাগে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।