ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পাবনার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)এর একগুচ্ছ কর্মকর্তাবৃন্দ। গতকাল রোববার, ২১ মে, প্রতিষ্ঠানটির বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ এনডিপি বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ করে কৃষি ইউনিটের আওতায় বাস্তবায়িত কমলা ও ড্রাগন ফলের বাগান এবং পরিবেশবান্ধব মালচিং সীট ব্যবহারের মাধ্যমে বেগুন উৎপাদনের প্রদর্শনী ভিজিট করেন। এসময় পিসিডি এর নির্বাহী প্রধান শফিকুল আলম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সার্বিক সহযোগিতা করেন এনডিপি’র সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মো. সাইফুল ইসলাম ও সমন্বিত কৃষি ইউনিটের সমন্বয়কারী মুহাম্মদ আবদুল হালিমসহ কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরির্দশন পরিবর্তীতে এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানকে সম্মাননা স্মারক প্রদান করেন পিসিডি’র নির্বাহী প্রধান শফিকুল আলম।