গত ২৭ মে, শনিবার, এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির সদস্যদের ১দিনের মোটাতাজা করণ প্রশিক্ষণ এনডিপি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির উদ্বোধণ করেন এনডিপির ঋণ সহয়াতা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন এনডিপি’র আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী মো. মাসুদ মন্ডল, ট্রেনিং সেন্টার ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। প্রশিক্ষক হিসাবে ছিলেন আরএমটিপি প্রকল্পের ডা. মো. রুহুল আমিন ও ডা. মো গোালাম সারোয়ার এবং এলআরএমপি প্রকল্পের লাইভস্টক অফিসার ডা. মো. সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি (বাগবাড়ী, লাহিড়ীবাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গ্রামে বাস্তবায়িত হচ্ছে।