কামারখন্দসদরসিরাজগঞ্জ

এনডিপি ফিড মিলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এনডিপি এগ্রো ইন্ডাস্ট্রিজ এর আওতাধীন এনডিপি ফিড মিলের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়। গত ৩১ মে, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় দোয়া মাহফিল এর মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এসময় এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও এনডিপি এগ্রো ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন খান এর উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ, জেলা পরিষদ সদস্য মো. আমিনুল ইসলাম খান, ঝাঐল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলতাফ হোসেন ঠান্ডু, ঝাঐল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম ও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মো. সিরাজ-উদ-দৌলা শফি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এছাড়াও  উপস্থিত ছিলেন এনডিপি ফিড এর মহাব্যবস্থাপক ও এনডিপি’র উপপরিচালক আবু নাইম মো. জুবায়ের খান, এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায়, উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান, সহকারী পরিচালক (নিরীক্ষা) কে.এম. জাহাঙ্গীর আলম, মীর আকতার লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিনসহ এনডিপি ও এনডিপি ফিড এর অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৩ একর জমিতে নির্মিত প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। বলাবাহুল্য প্রকল্পটি সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের বৃহৎ কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button