কামারখন্দসদরসিরাজগঞ্জ

এনডিপি’র কার্যক্রম পরিদর্শন করেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য অগ্রযাত্রায়, আমরা তার সারথি- দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম- এনডিপি আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণায়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ (গ্রেড-১)। এসময় তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহিদদের।

গত ০১ জুন, সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি আয়োজনে ‘‘মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের ইতিহাস তথা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের তৎকালীন ঘটনাও আলোচনা করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ২০৪১ সালের ভিশন ও মিশন এবং সরকারের এসডিজি বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন। প্রধান অতিথি এসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, তাই তোমরা বেশি বেশি স্বপ্ন দেখতে শেখো এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য নিয়মিত পড়ালেখা করো।

অনুষ্ঠানে এনডিপি’র নির্বাহী পরিষদ এর সম্মানিত চেয়ারপারসন আলেয়া আকতার বানু এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।

স্বাগত বক্তব্যে নির্বাহী পরিচালক এনডিপি’র কার্য-পরিধি তুলে ধরার সময় বলেন এনডিপি এমআরএ এর নির্দেশনা অনুযায়ী সিএসআর ফান্ড হতে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করে আসছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এমআরএ এর নির্বাহী পরিচালক (সাপোর্ট সার্ভিস) মুহাম্মদ মাজেদুল হক ও পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ এবং সিআইবি ম্যানেজমেন্ট শাখা) মো. নূরে আলম মেহেদী।

এছাড়াও  অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ বক্তব্য প্রদান করেন। এসময় এনডিপি’র সাধারণ পরিষদ সদস্য, নির্বাহী পরিষদ সদস্য ও উন্নয়ন সহযোগী সংস্থার নিবাহী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি. এনডিপি বাস্তবায়িত এসইপি (তাঁত) প্রকল্পের ই-বসন ব্রান্ডের শোরুম উদ্বোধন করেন। এনডিপি’র প্রধান কার্যালয়ে স্থাপিত শোরুমটিতে এখন থেকে নিয়মিত সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী তাঁত পণ্য পাওয়া যাবে জানান প্রকল্প ব্যবস্থাপক (এসইপি-তাঁত) মো. আশরাফুজ্জামান। একইসাথে অনলাইন প্লাটফর্মের মাধ্যমেও পন্য ক্রয়ের সুবিধা ভোগ করা যাবে বলে তিনি নিশ্চিত করেন।  একই দিন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য এনডিপি’র নব-নির্মিত নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অতিথিবৃন্দ হাসপাতালের সামগ্রিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন। এরপর সিএসআর ফান্ড হতে পরিচালিত প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে ‘শিশুস্বর্গ’ এর কার্যক্রম পরিদর্শন করে। একইসাথে তিনি কর্মসূচির আওতাভূক্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের সাথে আলোচনা করেন। এসময় এসডিজির মূল থিম ‘কেউ পেছনে থাকবেনা’ বাস্তবায়নে এনডিপি এ কাজ করছে বলে তিনি আখ্যায়িত করেন। পরে প্রধান অতিথি এনডিপি ও জাপান এ্যাম্বাসির যৌথ অর্থায়নে বাস্তবায়নকৃত ‘এনডিপি টেকনিক্যাল ইনসটিটিউট’ এর কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবনটির সম্মূখে একটি ‘বকুল গাছ’ এর চারা রোপন করেন।

মাঠ পর্যায়ের পরিদর্শন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি সংস্থার প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, প্রকল্প প্রধান ও ঋণ সহায়তা কর্মসূচির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল ও পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ।

দিনব্যাপি এনডিপি’র সকল কার্যক্রম পরিদর্শন পরবর্তীতে প্রধান অতিথি এনডিপি’র কর্মকর্তা ও নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এনডিপির মতো সরকারের উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সবশেষে এনডিপির চেয়ারপারসন আলেয়া আকতার বানু প্রধাণ অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button