জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ- এনএমডি সংসৃষ্ট সংস্থা হিসেবে এনডিপি-টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধীনে ৩ মাস মেয়াদী কেয়ারগিভিং প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায়।
এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম ও মূখ্য সমন্বয়কারি এসইআইপি) জিয়াউদ্দিন ইকবাল এবং ব্যবস্থাপক ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর (এসইআইপি) মো. সাইদুল হক।
এসময় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, এ পেশা গ্রহণ করার জন্য প্রশিক্ষণার্থীদের অবশ্যই মানসিকভাবে প্রস্তুুত থাকতে হবে। তিনি আরও বলেন একমাত্র কেয়ারগিভিং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানবসেবা করা যায়। একইসাথে তিনি প্রশিক্ষণার্থীদের কেয়ারগিভিং পেশার ভবিষ্যৎ সম্পর্কে অবগত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল। এসময় তিনি বলেন এশিয়ান উন্নয়ন ব্যাংক –এডিপি ও সুইজ অ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট ও কোঅপারেশন-এসডিসি এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মাধ্যমে পরিচালিত এসইআইপ প্রকল্পের আওতায় কোর্সটি পরিচালিত হবে এবং ৩ মাস মেয়াদী প্রশিক্ষণটি ২০ প্রশিক্ষণার্থীকে কোন প্রকার ফি ছাড়া প্রদান করা হবে। কোর্স সম্পূর্ণ আবাসিক, এতে থাকা খাওয়া ফ্রি, ১৫০ ঘন্টার ইংরেজি/জাপানিজ ভাষা কোর্স, ১৫দিন হাসপাতাল ইন্টার্নশিপের পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৫০০০ (পাঁচ হাজার) টাকার সমমূল্যের মেডিকেল টুলকিট বক্স প্রদান করা হবে।
প্রধান অতিথি মহোদয় এ জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য এনডিপি’র নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান। একইসাথে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে এনডিপি’র নির্বাহী পরিচালক সকল প্রশিক্ষণার্থীকে অভিনন্দন জানান। একইসাথে ৩মাস মেয়াদী কোর্সটিতে পাঠ্য বইয়ের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি সকলকে অবগত করেন এবং নিয়মিত পরীক্ষণের মাধ্যমে তা মূল্যায়ন করা হবে। শুধু কেয়ারগিভিং নয় বরং এর সাথে প্রশিক্ষণ গ্রহণকারীদের যোগাযোগের জন্য ভাষাগত দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। সুতরাং এখান থেকে দেশের অভ্যান্তরে এবং বহি. বিশ্বে কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য ‘প্রশিক্ষণ নিন, চাহিদা সম্পন্ন সেবামূলক পেশায় কর্ম-সংস্থান গড়ে তুলুন’ প্রতিপাদ্য নিয়ে এনডিপি-টেকনিক্যাল ইনস্টিটিউট কার্যক্রম শুরু করে। কম্পিউটার প্রশিক্ষণ, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ এর পাশাপাশি এবার সংযুক্ত করা হয় ‘কেয়ায়গিভিং প্রশিক্ষণ’।