গত ২৭ ফেব্রুয়ারি, সোমবার, এনডিপি’র জেন্ডার অ্যান্ড রাইটস্ কর্মসূচির উদ্যোগে ‘কমিউনিটি লিডারশীপ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নিজস্ব অর্থায়নে এনডিপি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী ও এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল।
কর্মশালায় বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর অধিকার, গ্রাম আদালত ও আইনগত সহায়তা কমিটির দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য, শিক্ষকমন্ডলী, ম্যারেজ রেজিস্টার, পুরোহিত ও গন্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপি কর্মশালা পরিচালনা করেন – ম্যানেজার (প্রশিক্ষণ) সাখাওয়াত হোসেন খান, উপব্যাবস্থাপক (প্রশিক্ষণ) সোমা দাস, প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল, আইনজীবী মাহবুব-এ-খোদা টুটুল প্রমুখ। কর্মশালা শেষে সকলের অংশগ্রহণে একটি কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়।