ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সামাজিক উদ্যোগ এনডিপি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড আওতাধীন ‘‘এনডিপি ফিড মিল” এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। ৯ জুন শুক্রবার সকালে ‘ফিড মিলের’ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৩ সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের সীমান্ত বাজার এলাকায় এই ‘ফিড মিলের’ ভিত্তি প্রস্তর সম্পন্ন করা হয়। এ সময় প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান এনডিপি’র নির্বাহী পরিচালক ও এনডিপি এগ্রো ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন খান ও এনডিপি’র উপ-পরিচালক ও এনডিপি এগ্রোইন্ডাষ্ট্রিজ এর উপ-মহা ব্যবস্থাপক আবু নাঈম মো. জুবায়ের খান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. আমিনুল ইসলাম খান সহ এনডিপি’র কর্মকর্তাবৃন্দ ও অত্রএলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ মে, এনডিপি ফিড মিল স্থাপনা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।