গত বুধবার, ১৪ জুন, তারিখে এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির মাসিক সভা এডিপি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যেসকল কার্যক্রম বাকী আছে তা নিয়ে আলোচনা করা হয় এবং কার্যক্রম বাসÍবায়নের জন্য একটি পরিকল্পনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনডিপি’র পরিচালক (কর্মসূচী) মোহা. শাহ্ আজাদ ইকবাল। আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. মান্নান সেখসহ কমিটির সকল সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গ্রামে বাস্তবায়িত হচ্ছে।