ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়িত শিক্ষা সহায়তা কর্মসূচির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের সভা কক্ষে এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আফছার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার মো. আব্দুল্লাহ আল ফারুক।
এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে এনডিপির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি এনডিপির শিক্ষা সহায়তা কর্মসূচি এবং পিকেএসএফ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের জীবন সুন্দর ভাবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি সৎ চরিত্র গঠনের বিষয়টির দিকে খেয়াল রাখার জন্য উপস্থিত সকলের দৃষ্টি কামনা করেন।
এসময় শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন বেলকুচি ডিগ্রি কলেজে এইচএসসি ২য় বর্ষের ছাত্রী হুমায়রা নাজনিন শিফা ও সরকারী আকবর আলী কলেজে অধ্যয়নরত এইচএসসি ২য় বর্ষের ছাত্র আশুতোষ চন্দ্র মাহাতো তারা বলেন এনডিপির সহযোগিতায় এবং পিকেএসএফ এর অর্থায়নে এই শিক্ষাবৃত্তির টাকা তাদের জীবনে এবং পরিবারের অনেক সহযোগিৎ করছে। এই টাকা দিয়ে তারা প্রযোজনীয় বই ক্রয় করছে, ভর্তির জন্য টাকা দিতে পারছে, এছাড়া শিক্ষা খাতে খরচ করতে পারছে বলে উপস্থিত সকলকে অবগত করেন। তা না হলে অনেকের বই ক্রয় করা বা ভর্তি হতেই পারত না বলে আশুতাষ মাহাতো কান্নায় ভেঙ্গে পড়েন। সে ভবিষ্যতে বৈঙানিক হতে চায়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এনডিপির শিক্ষা সহায়তা কর্মসূচি এবং পিকেএসএফ এর শিক্ষা খাতে বিনিয়োগ করার জন্য প্রশংসা করেন। সেই সাথে এই কার্যক্রমটি চলমান রাখার জন্য এবং এর পরিধি বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। পরিশেষে শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠন করার জন্য পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে ২০২৩ সালে সিরাজগঞ্জ জেলাসহ, বগুড়া, নাটোর, পাবনা এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন কলেজে এইচএসসি ১ম বর্ষে অধ্যয়নরত ১১ জন এবং এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত ও যে সকল শিক্ষার্থী গত ২০২২ সালে শিক্ষাবৃত্তি পেয়েছে এই ১৮ জন শিক্ষার্থীদেরকে এ বছরও শিক্ষাবৃত্তির চেক বিতরন কার্যক্রম প্রধান অতিথি উদ্বোধন করেন।
এদিন সিরাজগঞ্জ জেলার ১ম বর্ষের ৯ জন এবং ২য় বর্ষের ১১ জন মোট ২০ জন শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ১২হাজার টাকা করে চেক বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।