সদরসিরাজগঞ্জ

এনডিপি’র উদ্যোগে সিরাজগঞ্জ পৌরসভায় অর্থ সহায়তা প্রদান

ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত করোনা সঙ্কট মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

গত ১৬ জুলাই, রোববার, স্থানীয় শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এসময় স্বাগত বক্তব্য রাখেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় তিনি অর্থ সহায়তা গ্রহিতাদের অর্থের সঠিক ব্যবহারের পাশাপাশি কোন প্রকার কুচক্রী মহল যেন অর্থ সহায়তা প্রদানে হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার সুদৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার। এসময় তিনি অর্থ সহায়তা প্রদানের জন্য এনডিপি ও সিরাজগঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌরসভার ০৬টি ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। যার মোট উপকারভোগীর সংখ্যা ৪ হাজার ২০৫ জন। প্রকল্পের মাধ্যমে কর্ম-এলাকার দুস্থ মানুষের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে জীবিকার মান উন্নয়নে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৪১৪ জন উপকারভোগী সদস্যকে বিকাশের মাধ্যমে এবং ৫৬৩ জন উপকারভোগী সদস্যকে হাতে নগদে অর্থ সহায়তাসহ প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে সর্বমোট ৯৭৭ জন সদস্যের মধ্যে ৪৮ হাজার ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়। একইসাথে আগামি ২/৩ দিনের মধ্যে ২৬৩ জন উপকারভোগী সদস্যকে নগদের মাধ্যমে ১৩ লাখ ১৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে সভাপতি মহোদয় অর্থ সহায়তা প্রদানের জন্য এনডিপি ও বাস্তবায়িত প্রকল্পের দাতা সংস্থাকে ধন্যবাদ জানান। একইসাথে যদি কোন ব্যক্তি বা সংঘ কোন উপকারভোগীর নিকট আর্থিক সুবিধা আবদার করে থাকে তবে অবশ্যই ওয়ার্ড কাউন্সিলর অথবা সরাসরি মেয়র মহোদয়ের সাথে যোগাযোগের আহবান জানান এবং তাদেরকে কোন কারণ ছাড়া আইনের আওতায় আনা হবে বলেও তিনি উপস্থিত সকলকে অবগত করেন। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৩ এর বক্তব্যের পাশাপাশি সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ ্আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button