জার্মান হিউমেনিট্রিয়ান এ্যসিস্টেন্স এর আর্থিক ও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এর কারিগরি সহায়তায় বিল্ডিং রেজিলিয়েন্স টু এ্যচিভ জিরো হাঙ্গার (ব্রাজ) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অন্যতম দরিদ্র এলাকা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন সাহেবের আলগা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। প্রকল্পটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ১৩ জুলাই, সাহেবের আলগা ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার আয়োজন করা করা। সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মো. মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মো. গোলাম হোসেন মন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু সাইদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উলিপুর শাখার আহবায়ক মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ এর স্বাস্থ্য পরিদর্শক (উলিপুর) ডা. মো. আবদুল মান্নানসহ উপজেলা কৃষি ও প্রাণি দপ্তরসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও প্রতিনিধি।
দুর্যোগকালীন ইউনিয়ন বাসীর প্রস্তুতি গ্রহনে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের পাশে থেকে কি ভাবে জনগনকে দুর্যোগ মোকালিয়ায় সহযোগিতা করে তারই বাস্তব চিত্র তুলে ধরা হয়। অতিথিগন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অন্তে পর্যায়ক্রমে উপজেলা দুযোর্গ ও ত্রাণ দপ্তর, কৃষি সেক্টর, প্রাণি সম্পদ সেক্টর, জনস্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগ, ফায়ার এর রেসকিউ সেক্টর এর বিভিন্ন কর্মকান্ড অবলোকন করে এবং সাড়াদান মহড়ায় উপস্থিত জনসমুক্ষে মহড়ার সুফল সম্পর্কে আলোচনা সভায় অংশগ্রহন করেন।
এ সময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কামরুল আহসান, ফিল্ড কো-অর্ডিনেটর, এনডিপি ব্রাজ প্রকল্প, উলিপুর, কুড়িগ্রাম। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু বলেন, এ রকম মহড়া আমি কখনই দেখিনি, ইহা একটি অভিনব পদ্ধতি, বন্যাকবলীত এলাকায় এ রকম মহড়া হওয়া বাঞ্চনীয়, এতে সকলের সচেতনতা বাড়বে এবং বন্যার ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। প্রকল্পের কর্মকান্ড ব্রিফিং ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. আবদুস ছালাম সরকার, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, এনডিপি-ব্রাজ প্রকল্প।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তর সহ স্থানীয় প্রায় ৫০০-৬০০ জন উপস্থিত ছিলেন।