কামারখন্দসিরাজগঞ্জ

কুড়িগ্রামে এনডিপি’র ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ২০২০ সাল থেকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিল্ডিং রেজিলিয়েন্স টু এ্যচিভ জিরো হাঙ্গার (ব্রাজ) প্রকল্প বাস্তবায়ন করছে। ধারাবাহিকতা কাজের অংশ হিসেবে, গতকাল ১৭ জুলাই, উলিপুর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মো. গোলাম হোসেন মন্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রায় ১৩০ রকম সামাজিক নিরাপত্তা বেষ্টনী দ্বারা ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠী আচ্ছাদীত। তবে আমাদের কাংখিত জনগোষ্ঠী যেন সকল নিরাপত্তা বেষ্টনীর সাথে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে সকল সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রধানদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরুল আহসান, ফিল্ড কো অডিনেটর, ব্রাজ প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে করনীয় বিষয়ে আলোচনা করেন, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর রংপুর প্রতিনিধি মো. সাদেক আলী। উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. শাহরিয়ার তালূকদার ও উপজেলা মৎস্য অফিসার এবং সভায় আগত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সামাজিক নিরাপত্তা জাল সংক্রান্ত উম্মুক্ত আলোচনা করেন। সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এ কাজকে আরো গতিশীল করবে বলে ধারনা করেন। ব্রাজ প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ আবদুস ছালাম সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো. আবু সাইদ সরকার ও মোছাঃ রিপা সরকার। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মেডিয়ার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button