জাতীয়সিরাজগঞ্জ

এনডিপি-ব্রাজ প্রকল্পে কার্যক্রম পরিদর্শন করল ডব্লিউএফপি পরিদর্শক দল

এনডিপি’র বিল্ডিং রেজিলিয়েন্স টু এ্যচিভ জিরো হাঙ্গার (ব্রাজ) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করল ডব্লিউএফপির আমেরিকা, জার্মান, চিন ও থাইল্যান্ড এর কমিউনিকেশন টিম এর পরিদর্শক দল।

প্রতিনিধি দল সরেজমিনে প্রকল্পের কাজের অগ্রগতি ও উপকারভোগীর উন্নয়নমূলক পরিবর্তন অবলোকন করেন। বিশ^ খাদ্য সংস্থা-ডব্লিউএফপির রংপুর সাব অফিসের বিথিকা বিশ^াস এর নেতৃত্বে বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়ে গঠিত ৬ সদস্যের প্রতিনিধি দল উপকারভোগীদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার গল্প তাদের কাছে জেনে খুবই খুশি হন।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের স্বনামধন্য সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সার্বিক তত্বাবধানে প্রকল্পটি ২০২০ সাল থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ও অষ্টোমির চর নামক ইউনিয়নে বাস্তবায়ন করছে। প্রকল্পের আর্থিক সহায়তা করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) ও কারিগরি সহাযোগিতা করছে বিশ^ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল অদুর ভবিষ্যতে এ রকম প্রকল্প অন্য এলাকায় বাস্তবায়ন করার জন্য তাদের পক্ষ থেকে যোগাযোগের হাত বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button