ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচিটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় বাস্তবায়ন করছে। ২৮ আগস্ট, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে বাগবাড়ি আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এনডিপি বাস্তবায়িত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচীর আয়োজনে ইয়্যুথ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর অধিকার ও আইনগত সহায়তা বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদসহ অন্যান্য শিক্ষক বৃন্দ ও গ্রুপের সদস্যরা এবং এনডিপি’র প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল, ভলান্টিয়ার মোছা. ফারহানা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও ভদ্রঘাট ইউনিয়নের চোরগাঁতী ভদ্রঘাট উচ্চ বিদ্যলয়, জামতৈল ইউনিয়নের নানদিনা মধু উচ্চ বিদ্যালয়ে এবং রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয়ে ইয়্যুথ গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।