বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে এবং বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের আর্থিক সহযোগিতায় গবাদি প্রাণি’র খাদ্য বিতরণ করা হয়। ১২ অক্টোবর, সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার ১৩০ জন দরিদ্র খামারীর মাঝে বিনামূল্যে ৪০ টন দুদ্ধজাত গাভীর খাদ্য বিতরণ করা হয়।
জুগনীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং নরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু শামিম। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নবী নেওয়াজ, সিটি ব্যাংক প্রতিনিধি মো. মুকুল হোসেন, এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান, ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক এসএম শহিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম ও এরিয়া ম্যানেজার আবু বক্কর উপস্থিত ছিলেন।