বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত ‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মুকন্দগাতী এলাকায় ৫,০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন মিনি ইটিপি স্থাপন করা হয়। ০৯ নভেম্বর, ইটিপি’র শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। এসময় তিনি পরিবেশের ভারসম্য রক্ষায় এমন সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য তরুন উদ্যোক্তা আশীষ কুমার চৌধুরীকে ধন্যবাদ জনান। একইসাথে ইটিপি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)কে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ইটিপি স্থাপনের ক্ষেত্রে সফটলোনে সার্ভিজ চার্জের মাত্রা কমিয়ে আনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিউত্তোরে এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক ও প্রকল্প ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ বলেন, এসইপি প্রকল্পটির মাঠ পর্যায়ের কার্যক্রম আগামী মাসেই শেষ হয়ে যাবে, একইসাথে প্রকল্পটির ২য় পর্যায়ের কার্যক্রম অতি শীগ্রই শুরু হবে বলে তিনি উপস্থিত সকলকে অবগত করেন। পাশাপাশি প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইটিপিতে এনডিপি গ্রান্ড সাপোর্ট প্রদান করে থাকে বলে জানান এবং প্রকল্পের ২য় পর্যায় বাস্তবায়িত হলে গ্রান্ড সাপোর্ট বেশি মাত্রায় প্রদানের পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে তিনি অবগত করেন।
অনুষ্ঠানে তাঁত বোর্ডের লিয়াজো অফিসার মোছা. তন্বি, স্থানীয় কাউন্সিলর, তাঁত সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ ও এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ব্যবসাগুচ্ছ-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে পরিবেশের স্থায়ী ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্বব্যাংকের অর্থায়নে ‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, ব্যবসাগুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলিতে পরিবেশসম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন, বিপণন সামর্থ্য বৃদ্ধি ও সাধারণ ব্র্যান্ড তৈরিতে সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থা ‘‘ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এনডিপি)” ‘‘তাঁত” অর্থনৈতিক কর্মকান্ডের আওতায় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় ‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”- শীর্ষক একটি উপ-প্রকল্প বাস্তবায়ন করেছে।