বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে প্রাইভেট সেক্টর ও উপকারভোগীদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের বিলমহিষা পূর্ব পাড়া গ্রামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প কর্মকর্তা মোছা. শারমিন আকতার। এসময় প্রাইভেট সেক্টরের প্রতিনিধি বনলতা সুইটস্ এর স্বত্বাধিকারী মো. আশরাফুজ্জামান দুগ্ধ বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা করেন। বক্তব্যে তিনি কৃষকদের গড়ুর দুধের গুণগতমান বজায় রেখে বাজারজাতকরণের আহবান জনান। এর ফলে কৃষকের ন্যয্যেমূল্য নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মুক্ত আলোচনায় কৃষকদের মধ্যে হতে অংশগ্রহণ করেন খিদ্রচাপরী গ্রামের আইয়ুব আলী, বুদ্ধু সরকার তাজিমুদ্দীন। এসময় মধ্যস্থতাকারীদের নানা অনিয়মের কথা উঠে আসে এবং যৌথ সভার মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ সদস্য খিদ্রচাপরী গ্রামের মো. আতোয়ার হোসেন ও বিলমহিষা গ্রামের মো. শান্তাহারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগাগিতায় বাস্তবায়িত প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন এবং রাজাপুর ইউনিয়নের বাস্তবায়িত হচ্ছে।