বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় উন্নয়ন সংস্থা উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্যাম (এনডিপি) এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা ও ধান চাষের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গত ১৮ নভেম্বর, শনিবার, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল বাজারে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। উপকরণ হিসেবে নাবিল গ্রুপ এর আওতাধীন নাবা ক্রপ কেয়ার লিমিটেড এর বিভিন্ন ধরণের কীটনাশক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপি’র উপপরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুুদুজ্জামান। এসময় তিনি ৩৪৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা ও ধান চাষের কীটনাশক বিতরণ করেন এবং সকলকে অবশ্যই কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহারের নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক কৃষককে আনুমানিক ৫,২২০ টাকা সমমূল্যের কীটনাশক প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে সিটি ব্যাংক প্রতিনিধি, কৃষিবিদ মুহাম্মদ আবদুল হালিম, উপব্যবস্থাপক (প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচি) শিপন চন্দ্র নাগ, ঋণ সহায়তা কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আলিমসহ এনডিপি ও সিটি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।