গত ২০ নভেম্বর, সোমবার, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর পক্ষ থেকে সদ্য যোগদানকৃত সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক-কে ফুলের তোরা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান-র পক্ষে আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মাসুদ মন্ডল তাকে এ শুভেচ্ছা জানান এবং সিরাজগঞ্জ জেলায় এনডিপি-এর নিজস্ব ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাকে অবহিত করেন।
এসময় গবাদি প্রানিসম্পদ উন্নয়নে বাস্তবায়িত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম-এলআরএমপি, রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি এর আওতায় “নিরাপদ মাংস ও দূগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে মাঠ পর্যায়ে খামারি ও সংশ্লিষ্ঠ পণ্যের ব্যবসার সাথে জড়িত উদ্যোক্তাদের ইতিবাচক প্রভাব ও প্রকল্পের ফলাফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। প্রকল্পের কার্যক্রম সমূহ বাস্তবায়নে জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের অব্যাহত সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং পরবর্তীতে এ ধরনের সহযোগিতার চলমান রাখার বিষয়ে ডিএলও এর সহযোগীতা একান্তভাবে কামনা করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক এনডিপি-র চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রকল্পের আওতাভূক্ত উদ্যোক্তাগন যাতে তাদের কার্যক্রমগুলোকে টেকসই করতে পারে এর জন্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।