ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়নে ব্রাক ও কেএফডব্লিউ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত করোনা সঙ্কট মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি প্রকল্প (এনহ্যান্স রেসিলিয়েন্স টুওয়ার্ডস কোভিড অ্যান্ড কংসেকুয়েন্সেস-ইআরসিসি) এর আওতায় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
৪, ৫ ও ৬ ডিসেম্বর, তিন দিনব্যাপি ইআরসিসি প্রকল্প অফিস হতে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। সিরাজগঞ্জ পৌরসভার ৬ টি ওয়ার্ডের ১৭ টি সøামে ১২৩৮ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উপকারভোগিকে ৫২৫০ টাকা করে সর্বমোট ৬৪,৯৯,৫০০ টাকা সহায়তা হিসেবে প্রদান করা হবে। মূলত আয় বৃদ্ধিমূলক কাজের সাথে উপকারভোগীর সম্পৃক্ততা জোড়দারের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি সঠিক খাতে অর্থ ব্যবহার নিশ্চিতের জন্য ইতোমধ্যেই উপকারভোগীর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অংশগ্রহণকারীর মধ্য হতে ১২৩৮ জনকে হতে নগদ, ৪০৩ জনকে বিকাশে ওয়ালেটে এবং ৩৭৪ উপকারভোগিকে নগদ এ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হবে। প্রসঙ্গত এর পূর্বে সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এর উপস্থিতিতে দুইটি ধাপেসর্বমোট ২০৭৪ জন অংশীজনের মাঝে ১,১২,১০,০০০ টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এনডিপি’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন বিভাগের উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। এসময় ইআরসিসি প্রকল্প সমন্বয়কারী খাদিজা আকতার রঙ্গনসহ ইআরসিসি প্রকল্পর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ এনডিপি-ইআরসিসি প্রকল্পটি সিরাজগজ্ঞ শহরের ০৬ টি ওয়ার্ডে ৪২০৫ জন উপকারভোগীকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে অর্থনৈতিক সহায়তা,ওয়াশ ও বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে নিয়মিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে।বৈশি^ক মহামারি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নিয়ে প্রকল্পটি জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় কমিউনিটির জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করা নিয়ে কাজ করছে।