বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি’র সহযোগী প্রতিষ্ঠান ‘এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট’ এর উদ্যোগে ০৩ মাস মেয়াদী ‘ইলেকট্রিক্যাল ইন্সটলেশান এন্ড মেনটেন্যান্স’ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন ও কম্পিউটার অপারেশন কোর্স’ এর ১ম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়। গত ০৫ মার্চ, সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন ও সনদ বিতরণ করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ভবিষ্যতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ উদ্দেশ্যকে সামনে রেখেই এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করছে। যেন বেকার যুবক যুবতীগণ এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আত্ন কর্মসংস্থান তৈরি করতে পারে।
অনুষ্ঠান্ সঞ্চালনা করেন এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন খান।
উল্লেখ্য ‘‘প্রশিক্ষণ নিন, নিজের কর্ম-সংস্থান নিজেই তৈরি করুন’’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত নভেম্বর, থেকে তিনমাস মেয়াদী ‘কম্পিউটার অপারেশন কোর্স’ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় সফলভাবে কোর্স সম্পন্নকারী ১৩জন প্রশিক্ষণার্থীর মাঝে এই সনদ বিতরণ করা হয়।