কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি-সিআরইএ প্রকল্পের জেন্ডার ইকুয়্যালিটি অ্যান্ড ক্লাইমেট এ্যালায়েন্স ফরমেশন সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত  কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে জেন্ডার ইকুয়্যালিটি অ্যান্ড ক্লাইমেট এ্যালায়েন্স ফরমেশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গত ১৪ ডিসেম্বর, এনডিপি ঋণ সহায়তা কর্মসূচির মাছুমপুর শাখা অফিস সভা কক্ষে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন এনডিপি’র প্রতিষ্ঠতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। এক্ষেত্রে জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ক্লাইমেট এ্যালায়েন্স প্লাটফর্মটি জেন্ডার সমতা প্রচার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাধারণত নারী ও মেয়েরা বিশেষ চাহিদা ও চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়। নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে জেন্ডার ভিত্তিক বৈষম্য হ্রাসে সাহায্য করবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনে অভিযোজনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জলবায়ু পরিবর্তনে অপরিহার্য অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় নারীদের ক্ষমতায়ন ও সম্পৃক্ত করা। সম্মিলিতভাবে নারীদের সক্ষমতা জোড়দার করা ও নাগরিক সমাজের মধ্যে আরো ভাল সমন্বয় নিশ্চিত করা।

সভায় স্থানীয় এনজিও এর প্রতিনিধিবৃন্দ, আইনজীবিসহ প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম ও প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button