জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির উদ্যোগে এবং প্রফেসর এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জের সহযোগিতায় ও সাইটসেভার্স এর আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য রোগের জন্য বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গতকাল ৯ জানুয়ারি দরগা রোডস্থ এনডিপি শহর শাখা এই বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৩২ জন প্রতিবন্ধী এবং ১১১ জন প্রবীণ ব্যক্তিকে সেবা প্রদান করা হয়। এবং প্রত্যেককে চশমা এবং ঔষধ দেওয়া হয়। এছাড়াও তাদের মধ্য থেকে ১৬ জন প্রবীন নারী পুরষের চোখের ছানি অপারেশন করার জন্য সিরাজগঞ্জ চক্ষু হসপিটালে ভর্তি করা হয়। ১০ জানুয়ারি বুধবার তাদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হবে।
ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। এসময় উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর প্রতিনিধি জেলা সমন্বয়কারী তপন কুমার, বিএনএসবি হসপিটালের প্রতিনিধি ইনক্লোশন অফিসার টি,এম, মাহমুদুল হাসান এবং এনডিপি শহর শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহীনুর ইসলাম ও এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রতিনিধিগণ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মো. নজরুল ইসলাম, সিনিয়র অফথ্যালমিক প্যারামেডিক, মো. জিয়াউল কবির রিফ্লেকশনিষ্ট ও সাদ ইবনে তালহা অর্গানাইজার। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা তাদের মধ্য থেকে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ীর মোছা. সুফিয়া বেগম (৫৫), মোছা. মালেখা বেগম (৬০), সিরাজগঞ্জ দরগা রোডের বীরেন্দ্র নাথ সরকার(৬৬), থানা রোড থেকে আসা মো. মোমতাজুর রহমান (৬৭), বহুলী খাগা গ্রামের মো. আব্দুস সাত্তার (৭০) এবং গোশালা থেকে আসা শারীরিক প্রতিবন্ধী মিলন কুমার মন্ডল (৬৭) বলেন এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা করতে পেরে এবং ছানি অপারেশন ফ্রি করতে পারব বলে তারা বলেন অর্থনৈতিক ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে অনুভূতি ব্যক্ত করেন এবং তাদের দ্বারা নিজে টাকা খরচ করে অপারেশন করা সম্ভব হতো না বলেও জানান। তারা আরো বলেন এই রকম ক্যাম্প এনডিপি ও সাইটসেভার্স সিরাজগঞ্জ জেলার সকল ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত করে পিছিয়ে পড়া অতি দরিদ্র পরিবারের লোকজন সহযোগিতা পাবে বলে এনডিপি ও সাইটসেভার্স এর কর্মকর্তার দৃষ্টি কামনা করেন।