ন্যাশনাল ডেলেপমন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদ্যাপন করা হয়। ৮ মার্চ দিবসটি উপলক্ষ্যে এনডিপি কর্তৃক বাস্তবায়িত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়। ০৯ মার্চ এনডিপি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
এসময় তিনি বলেন- ”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের নারী দিবস-২০২৩ পালিত হচ্ছে। এসময় তিনি জেন্ডার সমতায় টেকসই উন্নয়নের কথা বলেন এবং শুধুমাত্র মুখে মুখে নয় বরং কর্মক্ষেত্রেও তা বাস্তবায়নের আহবান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নারীদের নিয়ে কবিতা পাঠ করেন ব্যবস্থাপক (প্রশিক্ষন) মো. সাখাওয়াত হোসেন খান। সংস্থার পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল এবং পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায় নারী দিবসের ইতিহাস তুলে ধরেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান, সহকারী পরিচালক (এইচআর এন্ড এ্যাডমিন) সুমাইয়া মারিয়াম ও সিইএমবি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপক (প্রশিক্ষণ) ও জেন্ডার ফোকাল পারসন সোমা দাস। এসময় সংস্থা কর্তৃক বাস্তবায়িত সকল প্রকল্পের প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।