মেধা ও মননে সুন্দর আগামী “এই স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে এনডিপি কৈশোর কর্মসূচির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৯ জানুয়ারি এনডিপি চান্দাইকোনা শাখায় এনডিপি কৈশোর কর্মসূচির রায়গঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার মো. বাপ্পী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বেচ্ছাসেবী কাজল দাস, আস-সুন্নাহর সিরাজগঞ্জ প্রতিনিধি ও জাহানারা মোজাম্মেল ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আলী, উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলার প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলীসহ এনডিপি কৈশোর কর্মসূচীর মেন্টর এবং ক্লাব সভাপতি ও সেচ্ছাসেবকবৃন্দ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি কৈশোর কর্মসূচির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সামাজিক সচেতনতা, কৈশোর স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি সচেতনতা, নৈতিক মূল্যবোধ চর্চা, স্বাস্থ্যকর স্যানিটেশন ও মাদকের কুফল, খাদ্য ও পুষ্টি সচেতনতা, খাদ্যের গুণাগুণ রক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।